স্টাফ রিপোর্টার: মুরসালিন খন্দকার রাসেল।
কুষ্টিয়া ত্রিমহুনীর আশিক (২০), পিতা:মিন্টু । (জুলাই আগস্ট) ছাত্র আন্দোলনে ব্যাপক অবদান ছিল এই আশিক আহম্মেদ সুরুজের।
আশিক জানান,
কিছুদিন আগে নিজ এলাকায় জমি সংক্রান্ত ব্যাপারে কথা কাটা কাটি হয় প্রতিবেশি খাইরুলের ছেলে সোহাগ (২০)র সাথে, ব্যাপারটা তাৎক্ষণিক সমাধান হয়ে যায়।
তাতেও সোহাগ থেমে থাকে নি। আমার এবং আমার পিতার নামে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে, নানা ভাবে হয়রানি করছে। হয়রানি করা হচ্ছে পুলিশকে দিয়েও, আশিক জানান আমি জুলাই আগস্ট এ যুদ্ধ করেছি এমন হয়রানি হওয়ার জন্য? অথচ আমাকে কিশোর গ্যাং সাজানো হচ্ছে, আমি এখনো ছাত্র।
আমি জুলাই আগস্টে যুদ্ধ করেছি আমাকে নিয়ে নোংরামি করছে একটি কুচক্রি মহল আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভুক্তভোগী আশিক আরো জানান প্রশাসন যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যাপারটা যাচাই করে দোষীদের শাস্তির ব্যাবস্থা করে।