বিশেষ প্রতিনিধি:
আজ জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন সম্মেলন কক্ষে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আতোয়ার রহমান এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি সম্পর্কে পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের অফিসারগণ তাদের হৃদয়ের কথা ব্যক্ত করেন এবং বিদায়ী অতিথির সুন্দর ভবিষ্যত কর্মজীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকার, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ (ডিএসবি), কোর্ট পুলিশ পরিদর্শক, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার/ফোর্স ।