স্টাফ রিপোর্টার:
মো: মনিরুল ইসলাম
ঝুঁকি পূর্ণ সরু সেতু যেন মরণ ফাদ হয়ে দাঁড়িয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলার জগতি বি,আই,ডিসি বাজার সংলগ্ন চেঁচুয়া জমিকে ক্যানালের উপর মাথা উঁচু করে দাড়িয়ে আছে রেলিং বিহীন ও বহু পুরাতন ঝুঁকি পূর্ণ একটি ব্রিজ, আর সেই ঝুঁকি পূর্ণ ব্রিজ দিয়ে চলে ভারি থেকে মাঝারি ও হালকা সহ সব ধরনের যানবাহন।
এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানায় যে, ব্রিজটি মেরামত অথবা নতুন না করলে ঘটতে পারে যে কোন প্রকার দুর্ঘটনা।
আর তাই তারা দাবি করেন যে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাগন দ্রুত এর সমাধানের ব্যাপারে সদয় হবেন।