নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া সদর হাসপাতালের ডাক্তার, অসুস্থর ভান ধরে রোগী নেয় প্রাইভেট ক্লিনিকে।
চিকিৎসার নামে দুর্নীতির- ১ম পর্ব
কুষ্টিয়া সদর হাসপাতালের
সাইকিয়াট্রিক, মানসিক ও মনোরোগ বিশেষজ্ঞ “”ডাক্তার আশেক উল্লাহ্””
যিনি সদর হাসপাতালের ৪নং রুমে বসেন, প্রতিদিন রোগী দেখার কথা থাকলেও বসেন না নিয়মিত।
বেশির ভাগই দূর-দূরান্ত থেকে আসা রোগীরা সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকলেও কষ্ট ও হয়রানি হয়ে ফিরে যান, কিন্তু প্রতিনিয়ত ঠিকই রোগী দেখেন আমিন ডায়াগনস্টিক এর ৪ তলায়।
ভুক্তভোগীরা তার সাথে যোগাযোগ করলে তার প্রাইভেট ক্লিনিক আমিনে আসতে বলে যেখানে রোগী প্রতি ৮০০ শত টাকা ভিজিট নিয়ে রোগী দেখেন। শোনা যায় তিনি রোগীকে বলেন যে, আমি অসুস্থ তাই হাসপাতালে আজকে যাবোনা আপনি আমিনে আসেন দেখে দিচ্ছি, রোগীরা তার কথামতো সেখানে গেলেই হাঁকিয়ে নেন মোটা অংকের ফিস।
কিন্তু প্রশ্ন যে, তিনি কি সরকারি ডাক্তার না বেসরকারি? জানতে চাই সাধারণ মানুষ।