নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।
কুষ্টিয়া জেলা বিএনপি ত্যাগী পদবঞ্চিত নেতাকর্মী বৃন্দুদের সমন্বয়ে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র এনএস রোডে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক সাংগঠনিক সম্পাদক কাজল মাজমাদারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠ হতে বিক্ষোভ মিছিল শুরু করে এন এস রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পুরো এনএস রোড পরিদর্শন করে বড়বাজার হয়ে পুনরায় পাবলিক লাইব্রেরী মাঠে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক, ১নং সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জালাল উদ্দিন মোল্লা, জেলা জাসাস এর সভাপতি ইমরান হাসান সঞ্জু, শহিদুজ্জামান শিপন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কবির, মুক্তার হোসেন, মখলেসুর রহমান ও সুজন প্রমুখ।
তারেক জিয়ার একশন ডাইরেক একশন, কাজল মাজমাদারের একশন ডাইরেক একশন। ভারতের আগ্রাসন মানি না মানবো না, ফ্যাসিবাদের আগ্রাসন মানি না মানবো না। ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা।
দালালি না রাজপথ, রাজপথ রাজপথ এই ধরনের নানা স্লোগান নেতাকর্মীরা দিতে থাকে। মিছিলের শুরুতে কমিটির বক্তারা বলেন, ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, তারা বাংলাদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারে না।
ভারতের অধিকাংশ গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে বক্তারা প্রতিটি সীমান্ত-হত্যার বিচার এবং ভারতের সঙ্গে করা দুই দেশের অসম চুক্তিগুলো বাতিলের দাবি জানান।