
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং উজানগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুষ্টিয়া সদরের বিত্তিপাড়া বাজার সংলগ্ন উজানগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে এক ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করেন এবং দলীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান।
জাহিদ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন সার্চ কমিটির সদস্য হাবিবুর রহমান হাবু। তিনি বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারেক রহমানের নির্দেশনায় অসহায় মানুষের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। ”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল মজিদ।সার্চ কমিটির সদস্য সাইফুল ইসলাম ভুট্ট,শরিফুল ইসলাম,মো: হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ছানোয়ার হোসেন মামুন অর রশিদ মনকের আলী খান জন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ছাত্রনেতা ও উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আশরাফুল আলম মিন্টু। তিনি বলেন, “সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এমন মহতি উদ্যোগের জন্য জাহিদ ফাউন্ডেশনের কর্ণধার চেয়ারম্যান জাহিদুল ইসলামকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকার সচেতন মহল।