নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক স্বর্ণযুগ পত্রিকার অফিস উদ্বোধন ও ইফতার পার্টি।
শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৫ ঘটিকার সময় বনানী সিনেমা হলের গলি পৌর মার্কেটের ২য় তলায় ফিতা কেটে দৈনিক স্বর্ণযুগ পত্রিকার অফিস উদ্বোধন ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
উক্ত অফিস উদ্বোধন ও ইফতার পার্টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী প্রেসক্লাবের সভাপতি পারভেজ মাজমাদার। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন। দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো: রিপন। প্রধান সম্পাদক খন্দকার মো: সোহেল। প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো: রিপন বলেন সাংবাদিকতা পেশা একটি চেলেঞ্জিং পেশা, তারপরেও সব সময় আমি নিষ্ঠার সাথে বস্ত নিষ্ঠ সংবাদ প্রচার করবো আর তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উত্তরোত্তর দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সাফল্য কামনা করেন।