নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালি উপজেলায় নিখোঁজের পর পদ্মা নদীতে জেলেদের জালে মিলেছে এক গৃবধূর মরদেহ। তিনি উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী আঞ্জমান (২০) শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) রাত একটার দিকে নিখোঁজের পর, পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান পায়নি।
সকালে কালুয়া ফকিরপাড়া এলাকার পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার জালে বাধে গৃহবধূ আঞ্জমানের মরদেহ। পারিবারিক সূত্রের দাবি, শুক্রবার রাতে স্বামী আসিফ শেখের জন্মদিনের অনুষ্ঠান চলছিল।
সেই অনুষ্ঠানে সে স্বভাবিকভাবে সবকিছু করেছে কিন্তু রাত ১টার দিক থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার আরও দাবি করছে, মেয়েটির ওপর জ্বীনের আছর ছিল।
প্রাথমিকভাবে পুলিশ ওই গৃহবধূর শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি। এছাড়া পরিবার কোনো আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানায়নি।