বিশেষ প্রতিনিধি: মো: আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
আজ কুষ্টিয়ার পুলিশ লাইনের সামনে প্রফেসর মতিয়ার মার্কেটের দ্বিতীয় তলায়, কবি আজিজুর রহমান জাতীয় সাহিত্য পরিষদের আয়োজনে কবি লেখক ও সমাজসেবক ড. শ্যামল কুমার চৌধুরীর লেখা কবিতা প্রণয় ও ভ্রমণগল্প “দীঘা সুন্দরী” নামের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মিজান সরকার, অধ্যাপক (অব:) বাংলা বিভাগ গাংনী সরকারি ডিগ্রী কলেজ।
মূখ্য আলোচক, প্রফেসর ড. মো: আনিছুর রহমান, চেয়ারম্যান গনিত বিভাগ, ইবি।
আলোচক, মো: আমজাদ হোসেন। মো: মুন্সি সাইদ, সভাপতি লেখক ফোরাম কুষ্টিয়া।
প্রফেসর মো: এম, এ রফিক, সহযোগী অধ্যাপক ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজ।
সভাপতি হিসাবে উপস্থীত ছিলেন এ্যাড: মো: ফারুক আজম মৃধা, সভাপতি কবি আজিজুর রহমান জাতীয় সাহিত্য পরিষদ কুষ্টিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এস,এস রুশদী, লেখক গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
বক্তারা কবি ও লেখক ড. শ্যামল কুমার চৌধুরীর এই প্রচেষ্টা এবং পরিশ্রম, মেধা দিয়ে যে সাহিত্য ও কবিতা রচনা করেছেন তার ভুয়ষী প্রশংসা করেন এবং তার সুস্থতা কামনা করেন।