নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আলোচিত নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামকে অবশেষে কুষ্টিয়া জেলায় বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতো ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত স্মারকে তাকে এ বদলির আদেশ দেয়া হয়।
সংশ্লিষ্টরা জানায়, নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় দুই শত কোটি টাকার টেন্ডার নয়-ছয়ের অভিযোগসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা ও সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ঠিকাদাররা ও এলাকাবাসী।
এছাড়া টেন্ডারবাজী ও দুর্নীতির মাধ্যমে অঢেল ধন সম্পদ গড়ে তোলাসহ যশোরের নিউ মার্কেট এলাকায় ৫তলা বাড়িসহ ১০টি প্লট ও কয়েক বিঘা জমি, গোপালগঞ্জ জেলার কাশিয়ানীসহ বিভিন্ন স্থানে নামে বেনামে সম্পত্তির মালিকানার অভিযোগ রয়েছে।
শুধু তাই না, তার বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেয়ার অভিযোগও রয়েছে। বদলির বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামকে ফোন করে তাকে পাওয়া যায়নি।
www.thedailyshurjerdak.online www.e-peper.thedailyshurjerdak.online