নিজস্ব প্রতিবেদনঃ
কুষ্টিয়া খোকসা থানার পুলিশ বিশেষ অভিযানে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলার এক জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে খোকসা বাজার এলাকা থেকে রাসেল আহমেদ (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার হাসিমপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোকাজ্জেল হোসেন ও মায়ের নাম মোছাঃ মালেকা খাতুন।
গ্রেফতারকৃত রাসেল আহমেদের বিরুদ্ধে খোকসা থানায় মামলা নং-০৪, তারিখ ০৯-০২-২০২৫, ধারা ৪/৫/৬ The Explosive Substances Act, ১৯০৮ এবং ১৫(৩)/২৫D The Special Powers Act, ১৯৭৪ এর অধীনে মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।