স্টাফ রিপোর্টার:
মোঃ মিজানুর রহমান মজনু দৈনিক সূর্যের ডাক।
কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন (১৮) নামের এক তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রাজু ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহীম প্রামাণিকের ছেলে।
গতকাল সোমবার (১০) (ফেব্রুয়ারি) রাতে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে এলাকার এক যুবকের সঙ্গে রাজুর বাগ্বিতণ্ডা হয়, এ নিয়ে ওই যুবক রাজুর ওপর চরম ক্ষিপ্ত ছিলেন।
গতকাল সন্ধ্যার দিকে একজন রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতে শুনতে পান, রাজুকে গুলি করে হত্যা করা হয়েছে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান বলেন, রাজু বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছেন।
এ ব্যাপারে জানতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা সাংবাদিকদের জানান মাঠে খেসারি তোলার নাম করে রাজুকে ডেকে নেয়, এরপর তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “রাজুর শরীরে গুলির আঘাতের চিহ্ন দেখা গিয়েছে, এ ঘটনায় তার সঙ্গে থাকা একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।