নিজস্ব প্রতিবেদক:
পোড়াদহ রেলওয়ে স্টেশনে ৭০ বোতল ফেনসিডিল সহ একজন আসামি গ্রেফতার।
পোড়াদহ রেলওয়ে জংশনের ৩নং প্লাটফর্ম হতে ৭০ (সত্তর) বোতল ফেনসিডিলসহ একজন আসামী গ্রেপ্তার করা হয়।
পোড়াদহ রেলওয়ে থানার কর্মরত এসআই ইদ্রিস ও এএস আই/ মো: মুরাদ আলী সঙ্গীয় ফোর্সসহ নকশী কাঁথা মেইলে টিজি ডিউটি এবং প্ল্যাটফর্ম ডিউটি পার্টি ডিউটি করা কালীন নকশি কাঁথা ট্রেন পোড়াদহ রেলওয়ে জংশনে ২২/০১/২৫ খ্রিষ্টাব্দ তারিখ সময় ০৩.৪০ ঘটিকায পৌঁছাইলে ৭০ বোতল ফেনসিডিলসহ আসামী করিম বেপারী (৬৬), পিতা মৃত জিন্নাত আলী বেপারী, গ্রাম উজলপুর, বিলপাড়া, থানা দর্শনা, জেলা চুয়াডাঙ্গাকে গ্রেফতার পূর্বক আলামত জব্দ এবং আসামি ও আলামত হেফাজতে গ্রহণ করেন ।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।