নিজস্ব প্রতিবেদক:
প্রথম দিনেই ট্রাম্প
চার কর্মকর্তা বরখাস্ত, হাজারও কর্মকর্তাকে বরখাস্তের হুমকি।
ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সরকারের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। একই পোস্টে তিনি হাজারের বেশি কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আগের প্রশাসনের নিয়োগ দেওয়া এক হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত ও অপসারণের লক্ষ্যে সক্রিয় প্রক্রিয়া চলমান। আমেরিকাকে আবার মহান করে তোলার বিষয়ে তার যে দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে সংগতিপূর্ণ নন এই ব্যক্তিরা, বিধায় এদেরকে বরখাস্ত করা জরুরী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বরখাস্ত হওয়া চার ব্যক্তি হলেন- মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য-সবলতা ও পুষ্টিবিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মিলে, উইলসন সেন্টার ফর স্কলারসের ব্রায়ান হুক ও রপ্তানিবিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, এই ঘোষণা উল্লিখিত চারজনের বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে। আরও অনেকের জন্য দ্রুত বরখাস্তের নোটিশ আসবে।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন।
বিশ্লেষকরা বলছেন আকস্মিক ভাবে ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে কতটুকু যুক্তিসম্মত এবং সুফল বয়ে আনবে তাই দেখার অপেক্ষা মাত্র।