স্টাফ রিপোর্টার:
মো: মিজানুর রহমান মজনু।
কুষ্টিয়ার খাজা নগরে হত্যার উদ্দেশ্যে গৃহবধূকে মহিলা সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলা।
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর উত্তর পাড়ায় এক গৃহবধূর বসতবাড়ির ভিতরে ঢুকে সংঘবদ্ধ মহিলা সন্ত্রাসীরা হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মক ভাবে আহত করেছে অত্র এলাকার খালেক শেখের মেয়ে জহুরা খাতুনকে।
জহুরা খাতুনের চিৎকার এলাকাবাসীরা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে শনিবার দুপুরে এক এলাকার ওয়াজুদ্দির স্ত্রী পারভিন, রশিদ আলীর স্ত্রী শুকুর জান,দুলালের স্ত্রী জুঁই,শওকত মোল্লার স্ত্রী শিল্পী খাতুন,সাইদুলের স্ত্রী শেফালী,সালাম আলীর কন্যা পলি খাতুন লাঠি,লোহার রড দিয়ে মুখ বেঁধে বেধড়ক মারপিট করে বর্বরোচিত ভাবে,নির্যাতীতা জোহরা জানায় তিন দফা তাকে নির্যাতন করা হয়েছে, বেহুঁশ হয়ে পড়লে পানি দিয়ে হুশ ফিরিয়ে একাধিক বার নির্যাতন চালানো হয়।স্হানিয়দের ভাস্য মতে বৃহস্পতিবার বিচার করে জোহরা কে তার স্বামীর বাড়ি উঠিয়ে দেয় দুদিন বাদে শনিবার দুপুরে জোহরার স্বামীর বাড়ি উপস্থিত হয় এক ই এলাকার বদর উদ্দিন মোল্লা র পুত্র ওয়াজ উদ্দিন ও পরশ আলীর পুত্র সালাম ঘটনা স্থলে উপস্থিত থেকে হূকুম দেয় বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে থানায় এজাহার দায়ের করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।