নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ডাবল মিলিয়ন অফার নিয়ে রেলি ও লালন সংগীত সন্ধ্যা।
গতকাল শনিবার কুষ্টিয়ায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ডাবল মিলিয়ন অফার নিয়ে রেলি ও লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি ডি ও কাজী আরিফ হোসাইন, ডি সি এম ওবাইদুর রাহমান তালুকদার, আর এস এম দিন ইসলাম, আর সি এম মো: নিজামুল হক, ম্যানেজার মো: হাচিবুর রহমান।
সঞ্চালনা করেন ওয়ালটনের এডিশনাল এক্সিকিউটিভ ম্যানেজার মোঃ হাসিবুর রহমান। হাসিবুর রহমান বলেন, ‘ওয়ালটন শুধু একটি ব্র্যান্ড নয়, বাংলাদেশের গর্ব। আমাদের সবার ঘরে ঘরে এখন ওয়ালটন পণ্য। দেশের সীমানা ছাড়িয়ে ওয়ালটন পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্বের বহু দেশে। ডিজিটাল ক্যাম্পাস ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওয়ালটন পরিবারের একজন সদস্য হতে পেরে আমি খুবই আনন্দিত।‘সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ইতিমধ্যে ক্যাম্পােইনের ২০টি সিজন বেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২৩ নভেম্বর) কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্বরে শুরু হয়েছে সিজন-২১। ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনও শতভাগ সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’অনুষ্ঠানে জানানো হয়, সিজন-২১ চলাকালে ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে পণ্য কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। এ ছাড়া পাবেন নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দেবে। বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে ওয়ালটন। এই তথ্য জানাতে দেশব্যাপী চলছে ডিজিটাল ক্যাম্পেইন। আলোচনা শেষে লালন সংগীতের আসর বসে এবং এই সংগীত আসনে কুষ্টিয়ার স্থানীয় লালন সংগীত শিল্পীরা আসর মাতান শিল্পীদের পারফরম্যান্সের মাধ্যমে।
যেহেতু কুষ্টিয়া লালন শাহের জন্ম ভূমি তাইতো লালন শাহের গান কুষ্টিয়াতে খুবই জনপ্রিয়। তাই কুষ্টিয়ায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ডাবল মিলিয়ন অফার ও লালন সংগীত সন্ধ্যা মন কেড়েছে দর্শক শ্রোতাদের।