নিজস্ব প্রতিবেদক:
২৩ নভেম্বর, শনিবার, কুষ্টিয়ায় ইলেভেন স্টার ব্যবসায়ী গ্রুপ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপন করেছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সাত্তার সাদেক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ মাজমাদার।
বক্তারা ইলেভেন স্টার ব্যবসায়ী গ্রুপের এক বছরের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।