নিজস্ব প্রতিবেদক:
কৃষি বিপণন আইন, বিধিমালা,ও নীতি, ২০২৩ মোতাবেক ব্যবসায় পরিচালনার নিয়মনীতি নিয়ে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভা কক্ষে আলোচনা।
গতকাল মঙ্গলবার আনুমানিক বৈকাল ৫ ঘটিকার সময় কৃষি বিপণন আইন, বিধিমালা,ও নীতি, ২০২৩ মোতাবেক ব্যবসায় পরিচালনার নিয়মনীতি নিয়ে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি আবু জাফর মোল্লা, সহ-সভাপতি জাকিরুল ইসলাম বাচ্চু, সিনিয়র কৃষি বিপণন অফিসার সুজাত আলী খান।
কৃষি বিপণন আইন,২০১৮ , কৃষি বিপণন বিধিমালা,২০২১ ও কৃষি বিপণন নীতি,২০২৩ মোতাবেক ব্যবসায় পরিচালনার নিয়মনীতি,অধিক মুনাফা গ্ৰহণ না করা, পণ্যের সাপ্লাই চেইন ঠিক রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি না করা, ক্রয়কৃত পণ্যাদির মূল রসিদ সরবরাহ ও সংরক্ষণ করা, ভোক্তাস্বার্থে ক্রয়মূল্য যে কোনোভাবে সহনীয় পর্যায়ে রাখা, ভেজাল পণ্য বিক্রি না করা প্রভৃতি বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
কোনো বিধান লঙ্ঘন হলে বা অন্যথা দেখা দিলে সরাসরি জেল দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক, কুষ্টিয়া।