নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার মিরপুরে চাঁদাবাজী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের গণসংযোগ ও পথসভা।
চাঁদাবাজী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুরে গণসংযোগ ও পথসভা করেছে বাংলদেশ জামায়াতে ইসলামী। শনিবার (০৯ নভেম্বর) সকালে মিরপুর পৌর শাখার উদ্দ্যোগে মিরপুর পুরাতন বাসষ্ট্যান্ড ঈগল চত্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়েতের নায়েবে আমীর আব্দুল গফুর। এসময় তিনি বলেন ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজী সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বাংলদেশ জামায়াতে ইসলামী।বাংলদেশ জামায়াতে ইসলামী মিরপুর পৌর শাখার আমীর মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে উক্ত গণসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ইউনিটের সদস্য অধ্যাপক জোমারত আলী, উপজেলা আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন,উপজেলা সেক্রেটারী মহিউদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা, পৌর সেক্রেটারী চাঁদ মল্লিক,সহকারী সেক্রেটারী খাইরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে মোটর সাইকেল বহর নিয়ে পৌর এলাকার বিভিন্ন এলাকা গণসংযোগ করতে করতে মিরপুর বাজারে আসেন নেতৃবৃন্দরা।পরে মিরপুর বাজারের প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের খোজ খবর নেন এবং তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করার ব্যাপারে আশ্বস্ত করেন।