নিজস্ব প্রতিবেদক:
ট্রেন থেকে ৩৩০ পিচ ফেনসিডিল সহ এক মহিলা ও ২ জন পুরুষ গ্রেফতার।
আজ ভোর ৫:৩০ মি. এর সময় নকশীকাঁথা মেইল ( ঢাকা মেইল) থেকে পোড়াদহ রেলওয়ের ৩ নং প্লাটফর্মে গোপন সংবাদের ভিত্তিতে পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো: জহিরুল ইসলাম এর নেতৃত্বে এক বিষেশ অভিযানে ৩৩০ বোতল ফেনসিডিল সহ এক মহিলা ও ২ জন পুরুষকে আটক করতে সক্ষম হন।
আসামীরা হলো ১. মো: হাসান মীয়া, (২১) পিতা: মো: রশীদ মন্ডল, মোবাইল নং- ০১৯৪৪০১৬৮৭৯, ২. মো: শাকিল হোসেন, (২৪) পিতা: মো: মহিদুল মন্ডল, মোবাইল নং- ০১৯৩৫০৯৫৩৫১, ৩. মোছা: হাজেরা খাতুন, স্বামী মো: অমিদুল মন্ডল। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার দুপুর ২ টার দিকে আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলে ওসি মো: জহিরুল ইসলাম আমাদের নিশ্চিত করেছেন।